মৌলভীবাজারে ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী তোফায়েল আহমদ শরীফের মামলায় আসামি ৪০০জন
সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২:৫৭ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলে হামলা ও গুলি করার ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সদর থানায় মামলাটি দায়ের করেন আহত শিক্ষার্থী তোফায়েল আহমদ শরীফ। কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমজিয়াজ আহমদ বুলবুলকে প্রধান আসামি করে ১০০ জনের নামে এ মামলাটি দায়ের করেন। এই মামলায় আরও ২০০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
পুলিশ সূত্রে জানায়, গত ৪ আগস্ট মৌলভীবাজার শহরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা এক দফা দাবিতে একটি মিছিল বের করে। মিছিলটি শমসেরনগর রোডস্থ সকাল-সন্ধ্যা রেস্টুরেন্টের সামনে পৌঁছালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা শুরু করেন পাশাপাশি আগ্নেয়াস্ত্র দিয়েও শিক্ষার্থীদের মিছিল লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। গুলিবিদ্ধসহ বিভিন্ন অস্ত্রের আঘাতে আহত হন আরও শতাধিক। ওই ঘটনায় আহত তোফায়েল আহমদ শরীফ গতকাল (৫ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন।
এই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, ১। ইমতিয়াজ আহমদ বুলবুল (৫৩), সাবেক চেয়ারম্যান, কমলগঞ্জ উপজেলা পরিষদ, পিতা আব্দুল বারী, সাকিন-সিদ্দেশ্বরপুর, থানা-কমলগঞ্জ, ২। জুয়েল আহমদ (৪৫), সাবেক চেয়ারম্যান, কমলগঞ্জ পৌরসভা, পিতা বদর মিয়া, সাকিন–কামারগাঁও, থানা-কমলগঞ্জ, ৩। আশিদ আলী (৫৫), সাবেক চেয়ারম্যান, ৮নং মাধবপুর ইউ/পি, পিতা আজব উল্যা, সাকিন-লংগুরপাড়, থানা-কমলগঞ্জ, ৪। ইফতেখার আহমদ বদরুল (৫০), যুগ্ম সাধারণ সম্পাদক, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, পিতা আব্দুল বারী, সাকিন-সিদ্দেশ্বরপুর, থানা-কমলগঞ্জ, ৫। সুলেমান হোসেন ভুট্টু (৪৫), পিতা বশির মিয়া, সাকিন-বালিগাঁও, থানা-কমলগঞ্জ, ৬। এডভোকেট প্রণব কান্তি দাস রাকু (৩৮) পিতা অজ্ঞাত, সাকিন-সৈয়ারপুর, মৌলভীবাজার পৌরসভা, থানা-মৌলভীবাজার সদর, ৭। ছাব্বির আহমদ ভূঁইয়া (৫৫), সাবেক চেয়ারম্যান, আদমপুর ইউ/পি, পিতা মৃত আব্দুল ওয়াহিদ, সাকিন-পূর্ব জালালপুর, থানা-কমলগঞ্জ, ৮। মাহমুদ আলী (৫০), পিতা আব্দুল করিম, সাকিন-বড়চেগ, থানা-কমলগঞ্জ, ৯। রুকন আহমদ (৩৫), পিতা মিছবাদ্দোজা ভেলাই, সাকিন-ঘরগাঁও, থানা-রাজনগর, ১০।জিবা বেগম (৩০), পিতা ইছাক আলী, সাকিন-কান্দিগাঁও, যুগ্ম সাধারণ সম্পাদিকা, মৌলভীবাজার উপজেলা আওয়ামী যুবলীগ, থানা-মৌলভীবাজার সদর, ১১। মোঃ কামরুল ইসলাম (২৭), পিতা অজ্ঞাত, সাকিন-দরগামহল্লা, মৌলভীবাজার পৌরসভা, থানা-মৌলভীবাজার সদর, ১২। সানি মিয়া (২৫), পিতা মোঃ নজরুল মিয়া, সাকিন-জগৎসী, থানা-মৌলভীবাজার সদর, ১৩। নানু মিয়া (৩৭), পিতা জহুর আলী, সাকিন-ঘরগাঁও, থানা-রাজনগর, ১৪। মুহিবুর রহমান রাসেল (৩০), পিতা মফিজ মিয়া, সাকিন-কালেঙ্গা, থানা-কমলগঞ্জ, ১৫। সজিব বৈদ্য (২৫), পিতা অজিত বৈদ্য, সাকিন-জগৎসী, থানা-মৌলভীবাজার সদর সহ ১০০জনের নাম উল্লেখ করে আরও ২০০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এবিষয়ে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত আছে।





