সিলেটে আরেক মামলায় শাবি ছাত্রলীগের সভাপতি সহ আসামি ২৭৯জন

শাবি প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০২৫, ৯:৩৯ অপরাহ্ণবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাবি গেইটে আহত মারুফ আহমেদ নামের এক শিক্ষার্থীর মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মী সহ সিলেটের স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ২৭৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেইটে মারুফ আহমেদ নামের এক শিক্ষার্থী ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন। তিনি সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও গ্রামের বাসিন্দা। পরবর্তীতে গত ২৪ মার্চ তার আপন চাচা মো: কামাল পারভেজ বাদী হয়ে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৭৮ জনের নাম উল্লেখ করে এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাত রেখে মামলা দায়ের করেন।
মামলার এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন, ১। খলিলুর রহমান (৩০) (SOC-2012-13 বর্ষ), সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ শাবিপ্রবি শাখা, ২। সজিবুর রহমান (২৮) (FES 2013-14 শিক্ষাবর্ষ), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ শাবিপ্রবি শাখা, ৩। আইনুল (ENG 2022-23), শাবিপ্রবি, ৪। শাহরিয়ার তালুকদার (STAT 2020-21), শাবিপ্রবি, ৫। বোরহান (MEE 2019-20), শাবিপ্রবি, আব্দুলাহ আল তায়েফ (ARC 2019-20), শাবিপ্রবি, ৭। ফজলে রাদির (MATH 2021-22), শাবিপ্রবি, রকিবুজ্জামান (BNG 2018-19), শাবিপ্রবি, ৯। মারুফ (PAD 2019-20), শাবিপ্রবি, ১০। তানজিল মোর্শেদ প্রয়ম (PAD 2020-21), শাবিপ্রবি, ১১। শান্ত তারা আদনান (SOC 2021-22), শাবিপ্রবি, ১২। নূর মুহাম্মদ বায়েজিদ (MAT 2019-20), শাবিপ্রবি, ১৩। রউফুন জাহান মিলেনিয়াম (PME 2019-20), শাবিপ্রবি, ১৪। শাফায়েত হোসেন (ANP 2020-21), শাবিপ্রবি, ১৫। তরিকুল ইসলাম লিয়ন (BUS), শাবিপ্রবি, ১৬। নূরে আলম শ্রাবণ (FES 2018-19), শাবিপ্রবি, ১৭। সাজ্জাদ (PSS 2016-17), শাবিপ্রবি, ১৮। বিপুল সূত্রধর (ECO 2022-23), শাবিপ্রবি, ১৯। বিকি আহমেদ (OCG 2020-21), শাবিলনি, ২০। উজ্জ্বল মিয়া (BNG 2017-1৪), শাবিপ্রবি, ২১। ইউনুস হোসেন টিটু (BNG 2017-18), শাবিপ্রবি, ২২। আকাশ তালুকদার (ANP 2021-22), শাবিপ্রবি, ২৩। তারেক (SOC 2020-21), শাবিপ্রবি, ২৪। সানী শেখ (ANP 2020-21), শাবিপ্রবি, ২৫। এইচ আর হাবিব (STAT 2021-22), শাবিপ্রবি, ২৬। শুভ সাহা (PSS 2018-19), শাবিপ্রবি, ২৭। আশিকুর রহমান আশিক (PAD 2019-20), শাবিপ্রবি, ২৮। লুকমান (BMB 2018-19), শাবিপ্রবি, ২৯। আর.কে রকিব (ANP 2019-20), শাবিপ্রবি, ৩০। নাদিউজ্জামান নদী (BNG 2019-20), শাবিপ্রবি, ৩১। জুয়েল সরকার (STAT 2017-18), শাবিপ্রবি, ৩২। সোলেমান আহমদ সৌরভ (২১), সভাপতি, ৮নং ওয়ার্ড, সিলেট মহানগর যুবলীগ, পিতা আকলুছ আলী, সাকিन-খাইরগাঁও, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমান ঠিকানাঃ-নিবাস-সি-৩৯, রউফ মঞ্জিল, পশ্চিম পাঠানটুলা, খানা-জালালাবাদ, জেলা-সিলেট।
৩৩। এম.জি রসুল খালেক আহমদ (লটই) (৫৫), পিতা মফিজ মিয়া, সাকিন-পশ্চিম সিরাজনগর, ৩৪। তফজ্জুল হোসেন (৫০), সহ-সাংগঠনিক সম্পাদক, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ। সহ অজ্ঞাত নামা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আরও ১৫০-২০০জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।