সাবেক প্রেমিকার মিথ্যা মামলা ও হত্যার হুমকিতে কুলাউড়ার প্রবাসী যুবক ও পরিবার দুশ্চিন্তায়
সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ২:৫১ অপরাহ্ণ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা মো. জায়দ আলীকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার সাবেক প্রেমিকা আসমা বেগম (সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার সৈয়দপুরের বাসিন্দা) ও তার পরিবারের বিরুদ্ধে। এর পাশাপাশি, জায়েদ আলীর বড় ভাই মো. ইয়াকুব আলীকে ফোন করে জায়েদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
মো. জায়েদ আলী যুক্তরাজ্যে সপরিবারে বসবাস করেন এবং তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা। ২০১৯ সালে রাজনৈতিক মামলায় তিনি ২১ দিন জেল খেটেছিলেন।
দেশে থাকাকালীন জায়েদ ও আসমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। আসমার ভাই মো. আফজল সরকারদলীয় রাজনীতিতে যুক্ত থাকায় এবং জায়েদ আলী বিরোধী দলের হওয়ায় প্রথম থেকেই এই সম্পর্ক মেনে নিতে পারেননি। পরে জায়েদ আলী জানতে পারেন যে আসমা তার সাথে প্রতারণা করে অন্য পুরুষদের সাথেও সম্পর্ক রাখছেন। এরপরেই জায়েদ আলী পারিবারিকভাবে অন্য একজনকে বিয়ে করে স্ত্রীকে নিয়ে যুক্তরাজ্যে চলে যান।
জায়েদ আলীর পরিবারের ভালো আর্থিক অবস্থার কারণে লোভে পড়ে আসমা ও তার পরিবার বিষয়টি মেনে নিতে পারেনি। জায়েদ আলী বিদেশে চলে যাওয়ার পর আসমার পরিবার মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করে, যেখানে দাবি করা হয় জায়েদ আলী আসমার শারীরিক ও মানসিক ক্ষতি করে ধর্ষণ করেছেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।
এদিকে, আসমার বড় ভাই মো. আফজল ফোন করে জায়েদ আলীর ভাই মো. ইয়াকুব আলীকে জায়েদকে হত্যার হুমকি দেন। ইয়াকুব আলী স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে, চেয়ারম্যান মো. আফজলের সাথে কথা বলেন। এরপর চেয়ারম্যানের পরামর্শে ইয়াকুব আলী কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এই ঘটনায় যুক্তরাজ্যে থাকা মো. জায়েদ আলী খুবই দুশ্চিন্তায় রয়েছেন এবং বাংলাদেশে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। পুরো বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।





