সুনামগঞ্জে গৃহকর্মী ধ র্ষ ণে র অভিযোগে দুই যুবক গ্রে ফ তা র

সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৫, ৫:১৯ অপরাহ্ণসুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এক তরুণী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি কোয়ার্টারে কর্মরত এক কর্মকর্তার বাড়িতে কয়েক মাস ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন ভুক্তভোগী তরুণী।
অভিযোগ অনুযায়ী, গত ১৯ জুলাই রাতে ওই কর্মকর্তার অনুপস্থিতির সুযোগে মুক্তিখলা গ্রামের জাহাঙ্গীর হোসেন (পিতা: ওহাব মিয়া), তার দুই সহযোগী ইয়াছিন মিয়া (পিতা: সাজিদ মিয়া) ও হাবিবুর রহমান শুভ (পিতা: চাঁন মিয়া) এর সহায়তায় পূর্বপরিকল্পিতভাবে তরুণীকে ধর্ষণ করেন।
এরপর ২৪ জুলাই রাতেও একই স্থানে আবারও ধর্ষণের ঘটনা ঘটে, যেখানে হাবিবুর রহমান শুভ সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন।
ঘটনার পর ভুক্তভোগী তরুণী বিষয়টি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাকে জানান। পরে তিনি নিজেই বাদী হয়ে গত ২৭ জুলাই বিশ্বম্ভরপুর থানায় তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইয়াছিন মিয়া জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে প্রধান আসামি জাহাঙ্গীর হোসেন ও হাবিবুর রহমান শুভকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অপর অভিযুক্ত ইয়াছিন মিয়াকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিতের ব্যবস্থা নেওয়া হবে।