অভিনয় ছেড়ে দেয়া প্রসঙ্গে যা জানালেন তানিয়া বৃষ্টি

সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণবর্তমান সময়ে ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ইউটিউব কিংবা টিভি চ্যানেল খুললেই তার নাটক! নিখুঁত অভিনয়ের মাধ্যমে চরিত্র জীবন্ত করে তোলেন। এবার এ অভিনেত্রী জানালেন বিয়ের পর ছেড়ে দেবেন অভিনয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিয়া বৃষ্টি বলেন, বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারব না। আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার।
এদিকে পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় থাকেন বৃষ্টি। ২০১৭ সালে অস্ট্রেলিয়াপ্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন। তবে এক বছরের মাথায় ভাঙে সেই ঘর। এরপর জড়ায় আরশ খানের নাম। শোনা গিয়েছিল দুজনে চুপিসারে ঘর করছেন।
তবে বৃষ্টি বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়ে বলেন, আমি যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই আমার খুব কাছের। তাই হয়তো গুজব ছড়ায়। মোশাররফ করিমের সঙ্গে শুটিংয়ের সময়টা আমি খুব উপভোগ করি। ক্যামেরার বাইরেও তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। নিলয় আলমগীর হচ্ছে আমার ভাই-ব্রাদার টাইপের। এ ছাড়া শামিম হাসানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। শুটিংয়ের বাইরেও আমাদের আড্ডা হয়। সেই আড্ডায় আরও অভিনয়শিল্পী, নির্মাতারাও থাকেন।
২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে নাম লেখান তানিয়া বৃষ্টি। ‘ঘাসফুল’ নামের একটি সিনেমায় অভিনয় করেন। পরে ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়।