চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই জুলাই সনদ হতে হবে: ফখরুল ইসলাম

সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণজামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পর জুলাই সনদ বাস্তবায়নে যখন জাতি আশার আলো দেখার কথা, সেখানে নানা অনিশ্চয়তায় জাতি মর্মাহত। একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের জন্য ২ হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছেন এবং হাজার হাজার ছাত্র-জনতা আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সুফল জাতির দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই জুলাই সনদ হতে হবে। জনগণের অধিকার পুরো মাত্রায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, দুর্নীতি-দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ে না ওঠা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। ঐক্যবদ্ধ এই লড়াই-সংগ্রামে জনতার বিজয় অর্জিত হবেই ইনশাআল্লাহ্।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে মৌলিক সংস্কার ও বিচার প্রক্রিয়ার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেয়া উচিত। নির্বাচনকে প্রাধান্য দিতে গিয়ে সংস্কার ও বিচার প্রক্রিয়াকে সাইডলাইনে ফেলে রাখা জাতি মেনে নেবেনা। আমরাও জাতীয় নির্বাচন চাই। কিন্তু গণহত্যার বিচার ও সংস্কার বাদ দিয়ে নয়। জুলাই সনদের নামে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ নেই।
তিনি বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের ষাম্মাসিক শুরা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বৈঠকে তিনি, ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪ টার সময় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে সিলেট মহানগর জামায়াত আয়োজিত গণমিছিলকে সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন প্রমূখ। সম্মেলনে সিলেট মহানগর জামায়াতের শুরা সদস্যগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি