সিলেটে ফেসবুকে অপপ্রচারের দায়ে ৪জনের নামে মামলা করলেন সমন্বয়ক আমিনুল হক চৌধুরী

নিউজ ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৫, ১:১৭ পূর্বাহ্ণ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করায় ৪জনের নামে মামলা দায়ের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটের অন্যতম সমন্বয়ক আমিনুল হক চৌধুরী।
তিনি জকিগঞ্জ উপজেলার ইছামতি এলাকার মোঃ সেলিম আহমদ চৌধুরীর ছেলে। গতকাল তিনি বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালত এই মামলা টি দায়ের করেন। মামলা নং- দক্ষিণ সুরমা সি.আর ২৩৭/২০২৫।
মামলায় আসামিরা হলেন, ১) উজ্জল আলম চৌধুরী (৩৪), পিতা মোহিত উদ্দিন চৌধুরী, সাকিন-শমসেরনগর পশ্চিম, ভাদাইরদেউল, ডাকঘর-সমশেরনগর-৩২২৩, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার,.২) মোঃ ওসমান গনি (৩৮), পিতা মোঃ রেজাউল করিম, সাকিন-বর্ণী, ডাকঘর-ঝিকরগাছা, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, ৩) আবু জেহাদ (৩৯), পিতা মৃত শাহিদুর রহমান, সাকিন-চন্ডিপুর, খানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, ৪) আমিনা ইসলাম তানিয়া (২২), পিতা নুরুল ইসলাম, সাকিন-৭/১, রোড নং-১ডি, সবুজবাগ, শিবগঞ্জ, থানা-শাহপরাণ (রহঃ), জেলা-সিলেট
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিবাদীগণ দীর্ঘদিন যাবৎ বাদীর বিরুদ্ধে নানান অপপ্রচার মানহানীকর মিথ্যা তথ্য প্রচার করিতেছে। বাদী বিগত ২৬/০৬/২০২৫ ইং তারিখে তাহার ফেইসবুক আইডি থেকে দেখতে পান যে, ১নং বিবাদী উজ্জ্বল আলম চৌধুরী তাহার ফেইসবুক আইডি থেকে বাদীর ছবি সম্বলিত একটি পোস্ট প্রচার করেন। যাহার ক্যাপশন ছিলো-“আমিনুল হক চৌধুরী খলাদাপনিয়া
এলাকার একজন কুখ্যাত চাঁদাবাজ। এ কি শুরু করেছে, এর বিরুদ্ধে এতো নিউজ হােেচ্ছ তবুও কেনো প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না, সে সমন্বয়কদের নাম ব্যবহার করে কোটি টাকার মালিক বনে গেছে। অপরদিকে তার পরিবারের সবাই একি ব্যবসায় জড়িত। ছি ছি ছি ছি। এলাকার প্রায় ৮০% এদের এখন ঘৃনা করছে। বাকী ২০% জনগন কিছু দিনের মধ্যে জানবে কারণ মানুষ এখন সচেতন। এদের বিচার চাই।” পরবর্তীতে বাদী বিগত ২৭/০৬/২০২৫ ইংরেজী তারিখে তাহার ফেইসবুক আইডি খুলিয়া দেখতে পান যে, ২নং বিবাদী আমাকে নিয়ে একটি মিথ্যা অপপ্রচার মূলক পোষ্ট করিয়াছে। যাহা ছিল সম্পূর্ণ জুয়া এবং ভিত্তিহীন। উক্ত পোষ্টে বাদীর ছবি সহ ক্যাপশনে লিখা ছিলো- “সমন্বয়ক সমন্বয়ক সমন্বয়। এ যেন সন্ত্রাসবাদের সমন্বয়ক এসব লেখা ছাড়াও এজহারে নানা অপপ্রচারের অভিযোগ আনা হয় আসামিগণের বিরুদ্ধে।