গোলাপগঞ্জে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৫, ২:১৩ পূর্বাহ্ণবাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ শাখার উদ্যোগে “সামাজিক সম্প্রীতি ও সুশাসন প্রতিষ্টায় মসজিদের ভূমিকা শীর্ষক ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২আগস্ট) উপজেলা মডেল মসজিদের ইমাম প্রশিক্ষণ কক্ষে এ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় মহা সচিব ও ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ শাহ্ নজরুল ইসলাম।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি মাওলানা মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলান মোঃ এনামুল হক এবং পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মাওলানা মুহাম্মদ এহছান উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জালাল উদ্দিন ভূইয়া, ইসলামিক ফাউন্ডেশন, গোলাপগঞ্জ উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার হাফিজ মাওলানা মোঃ আব্দুল আহাদ, হাফিজ মাওলানা মোঃ অলিউর রহমান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি হাফিজ মাওলানা মোঃ অলিউর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল।
সম্মেলনে বক্তারা সমাজের ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় মসজিদের গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করেন।
বক্তারা আরো বলেন, মসজিদ কেবল নামাজের স্থান নয়, এটি একটি সামাজিক মিলনমেলা এবং জ্ঞানচর্চার কেন্দ্রও বটে। ইমামগণ সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, যেমন- সামাজিক বিভেদ দূর করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সুশাসন প্রতিষ্ঠায় মানুষকে সচেতন করা।
সম্মেলনে আরও বলা হয়, ইমামদের উচিত সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে জনসচেতনতা সৃষ্টি করা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করা। এছাড়াও, ইমামদের ধর্মীয় ও সামাজিক বিষয়ে কুরআন-সুন্নাহর আলোকে মানুষকে সঠিক পথের দিশা দিতে হবে। বিশেষ করে, ইমাম সম্মেলন থেকে তরুণ সমাজকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখার জন্য মসজিদের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।