ছাতকে সাংবাদিককে চোরাকারবারির হুমকি

ছাতক প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ণ
ছাতকে সেনাবাহিনীর টহল টিমের অভিযানে বিভিন্ন চোরাই পণ্য আটক করা হয়। গত ১৮ জুলাই সুরমা ব্রীজের উপর থেকে ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা ও রেলবোল সহ চোরাই পণ্য আটক করে সেনাবাহিনীর একটি টহল টিম।
জানা যায়, স্থানীয় দুইজন সাংবাদিকের দেয়া তথ্যের ভিত্তিতে চোরাই পণ্য আটক করা হয়েছে এমন দাবিতে চোরাকারবারি শাহিন এই দুইজন সাংবাদিককে মোবাইল ফোনে হুমকি প্রদান করেন। এশিয়ান টিভির ছাতক উপজেলা প্রতিনিধি মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ও দৈনিক যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনিরকে দেখে নেয়ার হুমকি দেন চোরাকারবারি শাহিন।
গত ৩১ জুলাই রাত ১১.৩৪ মিনিটের সময় মোবাইল ফোনের নাম্বার ০১৯৮৩-০৩২৩৫১ থেকে হুমকি দিয়ে বলেন তার নাম শাহিন। সেনাবাহিনীর হাতে আটককৃত মালামালের মালিক তিনি। তিনি টাকা দিয়ে আগেও এরকম ব্যবসা করেছেন।
বর্তমানেও ব্যবসা করে যাচ্ছেন। ব্যবসা কারো বাবার নয়। নিজের টাকা দিয়ে ব্যবসা করছি সাংবাদিকদের সমস্যা কি। এর খেসারত অবশ্যই সাংবাদিকদের দিতে হবে। এ সব কথা বলে মুহাম্মদ নাজমুল হাসান জুয়েলকে হুমকি দেয়া হয়। এর কিছু সময় পর একই নাম্বারের মোবাইল ফোন দিয়ে সাজ্জাদ মাহমুদ মনিরকেও দেখে নেয়ার হুমকি দেন শাহিন নামের চোরাকারবারি।
হুমকি প্রদানের বিষয়ে ২ জন সাংবাদিকের কাছে অডিও রেকর্ড রয়েছে। এ বিষয়ে সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির বাদী হয়ে ১ আগষ্ট ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেনাবাহিনীর ছাতক ক্যাম্পেও মৌখিকভাবে বিষয়টি অবহিত করেছেন তারা।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ অভিযোগ প্রাপ্তির বিষয় স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।