৪৮ বিজিবি’র অভিযানে প্রায় ২ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণসিলেট সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে ১ কোটি ৮৯ লক্ষ টাকার চোরাচালানী পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
সোমবার (৫ আগস্ট ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবি’র আওতাধীন বিওপি গুলোর (সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর ও বাংলাবাজার) টহল দল পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, মহিষ, সুপারি, ওষুধ, থান কাপড় এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ আটক করে।
বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালানী পণ্যের মোট সিজার মূল্য আনুমানিক ১,৮৯,৫৬,৯৫০ টাকা।
এ প্রসঙ্গে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা রক্ষায় বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ সতর্কতায় চলমান রয়েছে। অভিযানের ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
আটককৃত মালামালগুলোর বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।