আজমিরীগঞ্জে ইসলামি আন্দোলনের জুলাই অভোত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ ও আনন্দ মিছিল

আজমিরীগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণইসলামি আন্দোলন বাংলাদেশ আজমিরীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জুলাই অভোত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ ও গান মিছিলের আয়োজন করা হয়। মাও হারুনর রশীদের সভাপতিত্বে সেক্রেটারি মা-ও ইবরাহিম রাহমানির সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ আজমিরীগঞ্জ উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ সাংগঠনিক সম্পাদক কাবারী আলি হুসেন মাওলানা নজরুল ইসলাম যব নেতা মা-ও জাহিদুল ইসলাম রাহমানি যুব নেতা মা-ও হামিম বিন ফরিদ প্রমূখ।
পরিশেষে সভাপতির মুনাজাতের মাধ্যমে শেষ হয়।