গণঅধিকার পরিষদ ছাতক উপজেলা শাখার পরিচিতি সভা

ছাতক প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ
গণঅধিকার পরিষদ ছাতক উপজেলা শাখা কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের চিলিস রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি ডা. আজগর আলীর সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলী আসগর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদ জেলা শাখার সহ- সভাপতি রুমন আহমদ। বক্তব্য রাখেন, ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, এনামুক হক, রাজু আহমদ, সিরাজুল ইসলাম, এস আর সুহেল, দপ্তর সম্পাদক আব্দুল কাদির, ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দিলোয়ার হুসেন, যুব অধিকার পরিষদ জেলা শাখার সহ-সভাপতি শাহিনুল ইসলাম, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, ছাতক উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জুবায়ের আহমদ প্রমুখ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা যুব অধিকার পরিষদের সহ- সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ।