বিএনপি নেতা কামরুলের সুস্থ্যতায় দোয়া মাহফিল

তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণভাটির জনপদ হাওর অধ্যুষিত এলাকা ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ‘কামরুজ্জামান কামরুলের’ সুস্থ্যতা কামনায় ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের বিএনপি’র নেতা কর্মীদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বাদ জুম্মা নামাজের পর কয়েকশত ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণের মাধ্যমে দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়। উক্ত দোয়া পরিচালানা করেন, কাউকান্দি বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা মো. ইবাদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) বড়দল দক্ষিণ ইউনিয়ন (৫নং) ওয়ার্ডের বিএনপি নেতা রফিক আহমেদ, রাকিবুল হাসান রেনু, সাবাব মিয়া, জহুরোল আলম, ইকবাল হোসেন, সারোয়ার হোসেন সেফুল, রিয়াজ উদ্দিন প্রমুখ সহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ।’
প্রসঙ্গত: কামরুজ্জামান কামরুল ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী, তিনি গত কয়েক দিন ধরে অসুস্থ্য হয়ে লন্ডনের ‘মিডল্যান্ড মেট্রোপলিটন ইউনিভার্সিটি’ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।