মাদ্রাসা শিক্ষার প্রতি বৈষম্য দূর করতে সরকার কাজ করছে- অধ্যাপক মিঞা মোঃ নুরুল হক

বানিয়াচং প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মোঃ নুরুল হক বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, যোগ্য, দক্ষ ও খোদাভীরু নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার এ প্লাসও পাসের গড় বৃদ্ধি করতে গিয়ে শিক্ষার্থীদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসবে বিশ্বাসী নয়। আর শিক্ষকদের পাঠদানে যাওয়ার আগে অবশ্য মুতায়ালা (অনুশীলন) করে যেতে হবে। শুক্রবার সকাল ১১টায় বানিয়াচংয়ে জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক, শিক্ষার মান উন্নয়ন ও সুধী সমাবেশে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, বিদ্যমান আইনে পাঠদান ও একাডেমিক স্বীকৃতিসহ এমপিওভুক্তি শর্তের বেড়াজালে আবদ্ধ ছিল। স্কুল ও মাদ্রাসার সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্য ছিল। সেসব আইনের সংশোধনী হচ্ছে। আইনটি সংশোধন হলে প্রতিষ্ঠান এবং শিক্ষকদের নানান সুবিধার পাশাপাশি প্রশিক্ষণ কেন্দ্র ও বৃদ্ধি করা হবে।
মাদ্রাসার সুপার মাওলানা আবু হামিদ মমসাদ হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাজ্জাদ বিন লালের সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক ও ইউকে’র সভাপতি শায়েখ মওদুদ হাসান ও মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শেখ তখলিছুর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি কাউছার উদ্দিন, এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আল হাদী ও মাদ্রাসার সহ-সুপার মাওলানা আতাউর রহমান প্রমুখ।