তাহিরপুরে ইঁদুরের বিষ খেয়ে যুবকের আত্মহত্যা!

তাহিরপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
সুনামঞ্জের তাহিরপুরে ‘ইঁদুরের’ বিষ খেয়ে আশিকুল ইসলাম (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে, সে উপজেলার (৩নং) বড়দল দক্ষিণ ইউনিয়নের কাউকান্দি গ্রামের প্রয়াত মুক্তার গণির একমাত্র ছেলে।
শুক্রবার (৮ আগস্ট) রাত সারে নয়টার দিকে বড়দল দক্ষিণ ইউনিয়নের কাউকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানাযায়, আশিকুল ইসলাম ‘ইঁদুরের’ বিষ খেয়ে শুক্রবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে বাড়ি ফিরেন। পরিবারের লোকজন তার শারীরিক অবস্থার অবনতি দেখলে কাউকান্দি বাজারের ‘প্রীতি ফার্মেসীতে’ থাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্যে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে শারীরিক অবস্থার উন্নতি দেখা দিলে তার স্বজনরা নিজ বাড়িতে নিয়ে যান। এমন অবস্থায় রাত ১২ টা ৩০ মিনিটের দিকে আবারো তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়ায় তার স্বজনরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের উদ্যেশ্যে রওনা হন, পরে পথিমধ্যে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। মৃত্যু কালে সে এক স্ত্রী ও দুই কন্যা শিশু রেখে যায়।
তাহিরপুর থানার (ওসি) মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ইঁদুরের বিষ পান করে আত্মহত্যা করা যুবকের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, পরবর্তীতে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।