ছাতকে সাংবাদিকের ওপর হামলা

ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৫, ১:৫০ পূর্বাহ্ণ
ছাতকে চোরাকারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক যায়যায় দিন পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনিরের ওপর অতর্কিত হামলা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টায় ছাতক থানার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
জানা যায়, গত ১৮ জুলাই ছাতকে সেনাবাহিনী ১৯ লাখ টাকার চোরাচালান পণ্যসহ ৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করে। এই খবর প্রকাশের পর থেকেই সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনিরকে হুমকি দিচ্ছিল চোরাকারবারিরা। এ বিষয়ে গত ১ আগস্ট তিনি থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন। এরই জের ধরে শনিবার রাতে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার ওপর হামলা চালায়।
এই বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।