ধলাই সেতু রক্ষার চলমান প্রতিরোধ কর্মসূচীর সমাবেশে আলম চেয়ারম্যান এর মুক্তির দাবি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫, ৩:০১ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জের ধলাই সেতু রক্ষায় ব্রিজ রক্ষা আন্দোলনের লাগাতার নৌপথ অবরোধের কর্মসূচীর আওতায় চতুর্থ দিনে সেতু এলাকায় সমাবেশ সম্পন্ন হয়েছে।
১৪ই আগষ্ট বেলা ৪ টায় কলাবাড়ী পয়েন্টে ব্রিজ রক্ষা কমিটির যুগ্ম আহবায়ক বি,এন,পি নেতা শাহনেওয়াজ লিটন এর সভাপতিত্বে আন্দোলনের সদস্য সচিব মাষ্টার নিজাম উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট -৪ এর বি,এন,পি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা বি, এন,পি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ,সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, সহ-সভাপতি নজির আহমদ, সাধারণ সম্পাদক
আলী আকবর, মুফতি আনোয়ার শাহ কোম্পানীগঞ্জী,মুরব্বী আব্দুল বশির,বি,এন,পি নেতা জুয়েল আহমদ,ফখরুল মেম্বার, পূর্ব ইসলামপুর ইউ পি বি,এন,পি সভাপতি ফখরুল আলম,সাবেক সভাপতি তাজউদ্দীন আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, উপজেলা শ্রমিক দলের সাবেক ও বর্তমান সভাপতি এলাইছ মেম্বার ও বাদশা মিয়া, কোছাক সভাপতি এহসান মাহবুব, ইউ/পি সদস্য চেরাগ আলী, যুবদল নেতা উসমান খা, খোকন রন্জন দে, মানিক মিয়া।
সভায় বক্তারা বলেন, ধলাইর দক্ষিণ বালুমহাল লিজ গ্রহীতা বালু খেকো চক্র সাদা পাথর, বাংকার,সেতু সংলগ্ন এলাকায় যখন বালু লুটপাটে মেতে ওঠে ঠিক তখনই এলাকার রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধির নেতৃত্বে আন্দোলনের ডাক দেয়া হয়।উপজেলার সর্বস্হরের গণমানুষের আন্দোলনের মূখে লুটপাট ঠেকাতে সক্ষম হলেও সন্ত্রাসী বাহীনির কুট কৌশলে আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা উপজেলা বি, এন,পি’র সভাপতি হাজী সাহাব উদ্দিন এর রাজনৈতিক পদ স্থগিত করানো হয়।এরপরই গতকাল আন্দোলনের আহবায়ক পূর্ব ইসলামপুর ইউ /পি চেয়ারম্যান আলমগীর আলমকে পুরনো এক মামলায় আন্দোলনের অগ্রযাত্রা রুখতে কৌশলে গ্রেফতার করানো হয়েছে। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন ধলাই সেতু রক্ষায় সকল আন্দোলন সংগ্রাম নস্যাৎকারীদের কঠিন জবাব দেয়া হবে পাশাপাশি গ্রেফতারকৃত আহবায়কের মুক্তি, তদন্তের ভিত্তিতে উপজেলা বি এন পির সভাপতির পদ ফিরিয়ে দেয়ার দাবী জোরালো উচ্চারিত হয়।অন্যদিকে সদস্য সচিব মাষ্টার নিজাম উদ্দিন এর বাসায় সন্ত্রাসী হামলা পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে শীঘ্রই কঠোর কর্মসূচীর ডাক দেয়া হবে বলে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
আরো উপস্থিত ও বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা উপজেলা বি এন পির সহ-সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, যুবদল নেতা এম,এ হক,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের সাবেক ছাত্রনেতা নূরুল আশরাফ রহমত, কলাবাড়ী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সংবাদকর্মী ঈসা তালুকদার প্রমূখ।