জৈন্তাপুরে বিজিবির বিশেষ অভিযানে ৬টি ভারতীয় গরু আটক

সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ত্রিপাখোলা সীমান্ত এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে ৬টি ভারতীয় গরু আটক করা হয়েছে।
শনিবার (১৬ই আগষ্ট) ভোর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির জৈন্তাপুর বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে এসব গরু আটক করে। গরুগুলোর বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।