বর্ণাঢ্য আয়োজনে ছাতকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

ছাতক প্রতিনিধি::
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৫, ১১:০৬ অপরাহ্ণসার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ছাতকে বর্ণাঢ্য আয়োজনে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
শনিবার সকালে শহরের শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া মন্দির থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ওই স্থানেই শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ,নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ গ্রহন করেন। শিশু-কিশোররা বাসুদেব, শ্রীকৃষ্ণ ও রাধার সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নিলে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
উদ্বোধনকালে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন পরিবারের সবাইকে শুভ কামনা জানিয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম বলেন, পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে সকল ধর্মের মানুষের একত্রে বসবাসই এই দেশের ঐতিহ্য। যার যার ধর্ম সে পালন করবে, এটাই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি।সম্প্রতির এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের শান্তি, সম্প্রীতি ও মঙ্গলের জন্য কাজ করা সবার দায়িত্ব। একই সাথে আমাদেরকে অন্যায়, অবিচার ও অসংগতির বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে।
শোভাযাত্রায় ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাতক সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অরুন অধিকারী, শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরি দাস রায়, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি মহন্ত রায়, গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস কান্তি দত্ত চম্পু, গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ হিমাদ্রি গোস্বামী মহর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ পৌর কমিটির সভাপতি কালীদাস পোদ্দার, পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির সাধারণ সম্পাদক দুলন তরফদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনি শংকর ভৌমিক, নারী নেত্রী শিখা দে, দোয়ারাবাজার উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, পরিচালনায় অজয় কৃষ্ণ পাল, সহ-সভাপতি পরেশ চন্দ, নারায়ণ রায়, রাকেস দাস, বাবুল পাল, লিটন ঘোষ, সাধারণ সম্পাদক সৌরভ দাস, অমর দেবনাথ, শংকর দত্ত, বিজয় পোদ্দার, দিলিপ পাল, প্রণব আচার্য, সুশীল রায়, অঞ্জন দাস, অধীর মালাকার, রতন দেবনাথ, শাওন দাস, সাগর দাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি পীযুষ সরকার, গনেশ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক রিপন কান্ত ঘোষ রুনু, সহ-সাংগঠনিক সম্পাদক নুপুর দাস, সহ-সাধারণ সম্পাদক রজত দাস, মিশন চন্দ মিশু, অর্থ সম্পাদক সঞ্জয় কর, প্রচার সম্পাদক শ্যামল দাস, সহ-প্রচার সম্পাদক চিরঞ্জীব দে চয়ন, সাংস্কৃতিক সম্পাদক ভাস্কর দত্ত, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রশান্ত দাস তুষার, অতীন্দ্র দেবনাথ টুটুল, অজিত দাস, মুকুল দে প্রমুখ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রার পর যেমন খুশি তেমন সাজ (ধর্মীয় চরিত্র), সুন্দর হাতের লিখা, চিত্রাংকন ও পবিত্র গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাতে নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।