শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনে আনবিটেন ক্লাবের নানান আয়োজন

কমলগঞ্জ প্রতিনিধি::
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৫, ১১:১০ অপরাহ্ণসনাতন ধর্মের মহাবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচনা সভা ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মণিপুরী ললিতকলা একাডেমি ও আবনিটেন ক্লাবের আয়োজনে প্রতি বছরের ধারাবাহিকতায় শনিবার ১৬ আগস্ট সন্ধ্যায় ললিতকলা একাডেমির অডিটোরিয়াম এক আলোচনা সভা ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “পাঞ্চজন্য” অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ২ যুগেরও অধিক সময় ধরে আনবিটেন ক্লাব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠিত আয়োজন করে আসছে। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে প্রাণবন্ত। এছাড়াও বিভিন্ন খেলাধুলা,শিক্ষা মূলক অনুষ্ঠিত, বিজ্ঞানবিত্তিক অনুষ্ঠান সেবামূলক কার্যক্রম সক্রিয় ভাবে করে আসছে ।
আনবিটেন ক্লাব সভাপতি শিক্ষক রানা রঞ্জন সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব সিংহের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথিবৃন্দরা মণিপুরী যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের সভাপতি শিবানন্দ সিংহ, ইউপি সদস্য রামকৃষ্ণ চাটাজ্জ্বী, আনবিটেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নির্মল এস পলাশ ।
অনুষ্ঠানের শুরুতে মণিপুরী শিশু শিল্পীদের পরিবেশনায় সমবেত গীতাপাঠ অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে আনবিটেন ক্লাবের শিল্পীদের অংশগ্রহণে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “পাঞ্চজন্য” অনুষ্ঠিত হয়। এতে মৃদঙ্গ চলম, নৃত্য, গান,কুইজ,কৌতুকসহ শ্রীকৃষ্ণের আবির্ভাব নাটক প্রদর্শন করা হয়। গভীর রাত পর্যন্ত বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অনুষ্ঠান উপভোগ করেন।