গোলাপগঞ্জে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন
গোলাপগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পৌর এলাকার উপজেলা পরিষদের সামনের মার্কেটে এ অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।

উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক এম এ আশিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি কফিল উদ্দিন, সহ কৃষি বিষয়ক সম্পাদক জাকির আহমদ, পৌর বিএনপি’র সহ সভাপতি মুজিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক বাবর আহমদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক বাবলু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাদল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহমদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সুফিয়ান আহমদ খান, পৌর বিএনপি নেতা মহি উদ্দিন খোকন, পৌর যুবদল নেতা কামাল আহমদ, উপজেলা জাসাসের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ সিদ্দিক পারুল, যুক্তরাজ্য বিএনপি নেতা শাহানুর রাজা, দুবাই প্রবাসী বিএনপি নেতা আব্দুল মালেক, বিএনপি নেতা নুরুল আলম, যুবদল নেতা এমদাদুল হক জুমু, সজিবুর রহমান, জুবেল আহমেদ, ছাত্রদল নেতা মঞ্জুর আহমদ।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





