জৈন্তাপুর কানাইঘাটে বিজিবির অভিযানে ভারতীয় চিনি, চা-পাতা ও সবজি আটক
জৈন্তাপুর প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ৪:১৮ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর কানাইঘাট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (২০ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপি’র টহল দল সীমান্ত শূন্যরেখায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় চিনি ৫০০ কেজি ও চা-পাতা ১৪৪ কেজি আটক করা হয়। এসব মালামালের আনুমানিক সিজারমূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা।
এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) জৈন্তাপুর বিওপি’র আরেকটি অভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় টমেটো ২০০ কেজি ও বাঁধাকপি ২৭০ কেজি আটক করে। এর সিজারমূল্য ধরা হয়েছে ২৭ হাজার ৫০০ টাকা।
উভয় অভিযানে মোট ১ লাখ ৬০ হাজার ১০০ টাকার মালামাল আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।





