আজমল হোসেন কুনু’র সাথে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে’র মতবিনিময়

প্রবাস ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ণ
জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে’র আয়োজনে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১৯ আগস্ট) পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে এবং সেক্রেটারি সৈয়দ সাদেক আহমেদ ও আবুল হোসেন এর যৌথ সঞ্চালনায়
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ব্যক্তিত্ব বিশিষ্ট কমিউনিটি সংগঠক, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সাবেক সভাপতি জনাব আজমল হোসেন কুনু।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ ভোক্তা অধিকারের চেয়ারম্যান জনাব জামিল চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ মামুনুর রশিদ (চাকসু মামুন) আবু নাছের পিন্টু, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি অলিউদ্দিন শামীম, সাবেক কাউন্সিলর মেয়র ফারুক চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সাবেক ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সাংবাদিক মাহবুব রহমান, টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের সাবেক কাউন্সিলর ডেপুটি মেয়র অ ম অহিদ আহমেদ, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক কাউন্সিলর সাহিদ আলী,জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে’র উপদেষ্টা ডাক্তার আলাউদ্দিন, উপদেষ্টা ও ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর রিতা বেগম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাহাব উদ্দিন চঞ্চল, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউ কে র চীফ ট্রেজারার ডাক্তার মাসুক আহমেদ বাংলাদেশ সেন্টার লন্ডন এর সেক্রেটারী প্রফেসর সাহিদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান ময়না,সাবেক কাউন্সিলর ছয়ফুল আলম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শাব্বির আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা প্রবাসী সিলেটিদের নানা সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে সভাটি ছিল প্রাণবন্ত ও ফলপ্রসূ।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকে’র উপদেষ্টা ব্যারিষ্টার মাসুদ চৌধুরী,অন্যতম সহ সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ট্রেজারার রফিক হায়দার, জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা জালালাবাদ প্রবাসীদের মধ্যে ঐক্য, সহমর্মিতা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জালালাবাদ অ্যাসোসিয়েশন একটি কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। সভার শেষে প্রীতিভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন সভাপতি মুহিবুর রহমান মুহিব।