ছাতকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ৩:০০ পূর্বাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাতক উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বুধবার শহরে স্বেচ্ছাসেবক দলের এক বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের রওশন কমপ্লেক্সের সামন থেকে র্যালীটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবিদুর রহমান আবিদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম। সমাবেশ শেষে নেতৃবৃন্দ চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষরোপন এবং শহর পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। র্যালী ও সমাবেশে অতিথি ছাড়াও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, ছাতক উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।