গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ৩:০৪ পূর্বাহ্ণ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ বলেছেন, যারা ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা চাইনি বর্তমানে সেই দলটি নির্বাচনও চায় না। বিগত ১৭ বছরের আন্দোলন সংগ্রামে জুলাই যুদ্ধে ছাত্র জনতার আত্মত্যাগ ও অঙ্গ হানির বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। বর্তমানে দেশের সুষ্ঠ পরিবেশ বিনির্মাণে প্রয়োজন নির্বাচিত সরকার। এখন একটি দল নির্বাচন চায়না আবার প্রার্থিতা ঘোষণা করে পি আর পদ্ধতি চায়। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি শক্তি হচ্ছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল। যে বা যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল সেইসব ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিরোধ করবে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা যে বা যারা অপকর্ম করবে দল তার দায়ভার নেবে না।তাই আপনারা এমন কোন কাজ করবেন না যাতে আপনাদের এবং দলের ও দেশের ক্ষতি হয়। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আপনারা কাজ করবেন। যে ৩১ দফা দাবির কথা তিনি বলছেন এটি শুধুমাত্র একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি আমাদের দেশের মানুষকে ন্যায়, সমতা ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার। বুধবার ২০ আগষ্ট বিকেলে গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ৪৫-তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাব উদ্দিন শিহাবের সঞ্চালনায় ও আহবায়ক আহমদ হুমায়ুন জামালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিলাল উদ্দিন, তরিকুল ইসলাম, মিনহাজ উদ্দিন, হাবিব আহমদ, সিনিয়র সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এছাড়া জুলাই এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা আব্দুল মতিন।
উপস্থিত ছিলেন উপজেলার ১৩ টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, সদস্য ও কর্মীবৃন্দ।
সমাবেশ শেষে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।





