ডাকসু নির্বাচনে এজিএস পদে লড়ছেন বানিয়াচংয়ের মায়েদ
বানিয়াচং প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বানিয়াচংয়ের তানভীর আল হাদী মায়েদ।
তিনি বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিন-পূর্ব ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার জমশেদ উল্লা খানের ছেলে এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত।
জানা যায়, মায়েদ ছোট বেলা থেকেই মেধাবী ছিলেন।
২০১৬ সালে এল আর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্ব সাথে এস.এস.সি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচ.এস.সি পাস করে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনার্সে ভর্তি হন। কৃতিত্বের সাথে অনার্স পাস করে একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ।
৪ ভাই-বোনের মধ্যে মায়েদ সর্ব কনিষ্ঠ। তার বড় বোন গণিতে অনার্স ও মাস্টার্স পাস, ২য় বোন গণস্বাস্থ্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস, বড় ভাই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে বেসরকারি ফার্মে চাকুরীরত।
সম্প্রতি মায়েদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল ছাত্রদলের নবনির্বাচিত আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ।





