তাহিরপুরে ভুঁয়া এনএসআই সদস্য আটক

তাহিরপুর প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৫, ২:৪২ অপরাহ্ণ
সুনামগঞ্জের তাহিরপুরে (ভুঁয়া) এনএসআই সদস্য পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রাম থেকে টিটুল বিশ্বাস নামে ভুঁয়া (এনএসআই) সদস্য পরিচয়দানকারী যুবককে আটক করে থানা পুলিশ। আটককৃত টিটুল বিশ্বাস মধ্য তাহিরপুর গ্রামের মৃত সাধন বিশ্বাসের ছেলে।
জানাযায়, আটককৃত যুবকের কাছ থেকে এনএসআই লোগো সংবলিত ভুঁয়া পরিচয়পত্র এবং বিদেশ ছুটি সংক্রান্ত কাগজ পত্র উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে আর্থিক সুবিধা গ্রহণ আসছিলো।
আটককৃত যুবকের পূর্বের নাম ছিল টিটুল বিশ্বাস সে ২০২৩ সালে তিনি ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করে পরে তার নাম পরিবর্তন করে আরাফাত হোসাইন রাখা হয়। (এনএসআই) পরিচয়ে শ্বশুরবাড়ির এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে সহজ সরল মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তাহিরপুর থানার অফিসার (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মধ্য-তাহিরপুর গ্রাম থেকে ভুঁয়া (এনএসআই) পরিচয়দানকারী এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।