জৈন্তাপুরে বিদেশি মদ সহ একজনকে আটক করেছে পুলিশ
জৈন্তাপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণসিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশের অভিযানে ১৫ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে । আটক হওয়া ব্যাক্তির নাম আব্দুল মালেক (৩৮)। সে উপজেলার নলজুরী এলাকার ফয়জুর রহমানের পুত্র। বর্তমানে সে নিজপাট নয়াবাড়ি এলাকায় বসবাস করে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২২শে আগষ্ট) তামাবিল মহাসড়কে গোপন সংবাদের ভিত্তি অভিযানে নামে পুলিশ।
এদিন বিকেল ৫:২০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক ওবায়দুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশের টিম বিরাইমারা ব্রীজ এলাকা হতে মালেককে ১৫ বোতল বিদেশি মদ সহ তাকে আটক করে।
পুলিশ জানায় আটককৃত মদের মধ্যে ব্রেন্ডার,সিগনেচার ও কিংফিশার ব্রান্ডের মদ রয়েছে যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।





