গোলাপগঞ্জে জোরপূর্বক ২০টি পরিবারের একমাত্র রাস্তা কেটে ফেলার অভিযোগ
সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৫, ১:১৭ পূর্বাহ্ণ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম মদন গৌরী গ্রামের কাটা গাংগের পাড়ের ২০টি পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তা জোরপূর্বক কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে ভুক্তভোগী পরিবারগুলো বিপাকে পড়েছে। সমস্যায় পড়েছেন স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা। মানুষজন হাট- বাজার অফিস আদালতে যাতায়াত করতে পারছে না।
জানা যায়, এই রাস্তাটি দীর্ঘদিন থেকে প্রায় ২০/২৫ টি পরিবার ব্যবহার করে আসছিলেন।
২০২২ সালে সফর আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রবাসী সাংবাদিক ফারুক আহমদের বাড়ীর সামন হতে ইজ্জাদ আলীর বাড়ী সামনের মুল রাস্তা পর্যন্ত এলাকার কিছু প্রভাশালীর ইন্ধনে ১৮ ফুট এই রাস্তাটি কেটে ক্ষেতের জমির সাথে মিশিয়ে দেওয়া হয়। এরপর এই বিষয়টি নিয়ে থানায় মামলা দেওয়া হলেও বিগত দিন কোন সুরাহা পাওয়া যায়নি।
সর্বশেষ, এ বছরের ২৮মে একটি গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৩৮৯, তারিখ-২৮-০৫-২০২৫) করেন প্রবাসী সাংবাদিক ফারুক আহমদের পক্ষে হিরন মিয়া।
এই জিডিতে ফারুক আহমদ উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জের ধরে রাস্তা কেটে ক্ষেতের জমিতে মিশিয়ে দেওয়ার ব্যাপারে ফুলবাড়ি ইউনিয়নের পশ্চিম মদন গৌরী গ্রামের আক্রম আলীর ছেলে আব্দুল হান্নান, ও আব্দুল মান্নান গং ৩/৪ জনের বিরুদ্ধে ১৩৩/১০৭ ধারায় দায়ের করলে প্রতি নিয়ত ওরা ক্ষীপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালি গালজ করে। আক্রমণাত্বক আচরণ করেন। এমন কি প্রভাবশালী মহলের ইন্দ্বনে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করে আসছেন বলেও জিডিতে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এ বিষয়ে আইন উপদেষ্টা,প্রবাসী ও কর্মসংস্থান উপদেষ্টা, স্বরাষ্ট উপদেষ্টা সহ প্রশাসনের সর্ব মহলে লিখিয় অবগত করেছেন । তিনি প্রবাসে গমণ করার পর তার পরিবার মোটেও নিরাপদ নয় বলেও উল্লেখ করেন।
এ ব্যাপারে প্রবাসী সাংবাদিক ফারুক আহমদ জানান, এই রাস্তা নিয়ে বিগত দিন প্রশাসনের অনেক দপ্তরে অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। তারা আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে প্রশাসনকে থামিয়ে রেখেছিল। এই রাস্তাটি পুরো পুরি বিলুপ্ত করে দিতে মৃত আক্রম আলীর ছেলে আব্দুল হান্নান, আব্দুল মন্নান, আব্দুল হান্নানের পুত্র, জুনেদ আহমদ, আব্দুল মন্নানের পুত্র আজিম উদ্দীন গংরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে। এই রাস্তাটি বাধের জমি ছিল। এই চক্রটি কৌশলে সেটেলমেন্ট জরিপে এই রাস্তাটি ব্যক্তির নামে করে ফেলে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই রাস্তাটি রক্ষার আহবান জানাচ্ছি।





