চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার: সিলেটে জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মানববন্ধন
সিলেট আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ৮:৫৩ অপরাহ্ণ
লিলু আহমেদ:
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সম্প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিভ্রান্তিকর, মিথ্যা ও অপপ্রচারমূলক বক্তব্য প্রদান করেছে। যা দেশের হাজার হাজার নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং দেশের জনগনের হোমিওপ্যাথি চিকিৎসা আস্থার প্রতি এক চরম আঘাত। বাংলাদেশের প্রচলিত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ অনুযায়ী হোমিও চিকিৎসকগণ “ডা.” উপাধি ব্যবহারের বৈধ অধিকার রাখেন। অথচ এ বিষয়কে অস্বীকার করে বিএমডিসি মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, যা অসাংবিধানিক, অনৈতিক এবং পেশাজীবী চিকিৎসকদের মর্যাদা ক্ষুণ্ণ করছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে সিলেট জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের সড়কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবদুল্লাহ আল মুজাহিদ খানের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা আরো বলেন, “বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩” অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসকদের নিজস্ব আইন রয়েছে। তাই বিএমডিসির আইনে হোমিওপ্যাথি চিকিৎসা চলতে পারে না। সম্প্রতি বিএমডিসির আইনের কথা হোমিওপ্যাথি চিকিৎসকদের নিয়ে বিভিন্ন মিথ্যা, বিভ্রান্তিকর এবং ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে, যা সাধারণ মানুষকে ভুল বোঝানোর উদ্দেশ্যে করা হয়েছে। এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে তারা কঠোর প্রতিবাদ এবং বিভ্রান্তি মূলক অপপ্রচার বন্ধের আহবান জানান।
আয়োজিত মানববন্ধনে কলেজের উপাধ্যক্ষ ডা. ইমদাদুল হকের পরিচালনায় অন্যান্যদেও মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক ডা. আবুল হাসান চৌধুরী, প্রভাষক ডা. নাজমুল হক, প্রভাষক ডা. শফিকুল ইসলাম, প্রভাষক ডা. সাজ্জাদুর রাহমান, প্রভাষক ডা. মোবারক হোসেন, প্রভাষক ডা. এম. এম. ইকবাল হোসেন, প্রভাষক ডা. শফি উদ্দিন, প্রভাষক ডা. আছকির মিয়া, প্রভাষক ডা. আবদুল্লাহ আল জাবেদ খান প্রমুখ। এছাড়াও বিপুল সংখ্যক চিকিৎসক, শিক্ষার্থী এবং হোমিও অনুরাগী মানবন্ধনে অংশ নেন।
এসময় শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ একযোগে জানিয়ে দেন যে, হোমিওপ্যাথি চিকিৎসা দেশের স্বাস্থ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ এবং এর বিরুদ্ধে অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া হবে না।





