সিলেট স্টেডিয়ামে দর্শকদের জন্য বিসিবির কড়া নির্দেশনা

সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ
আসন্ন এশিয়া কাপের আগে প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার (৩০ আগস্ট), সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি দুটি ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
এদিকে, মাঠে সরাসরি খেলা দেখতে আসা দর্শকদের জন্য একটি নির্দেশিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা, শৃঙ্খলা এবং দর্শকদের অভিজ্ঞতা নিশ্চিত করতে এই নির্দেশনাগুলো মেনে চলতে অনুরোধ করা হয়েছে।
স্টেডিয়ামে প্রবেশ ও উপস্থিতির শর্তাবলী
নিরাপত্তা ও নিয়ন্ত্রণ
বিসিবির নিয়মকানুন ও স্পনসরদের বাণিজ্যিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে।
স্টেডিয়ামে প্রবেশের সময় কঠোর নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হবে।
বিসিবি কোনো দুর্ঘটনা বা ব্যক্তিগত ক্ষতির দায় নেবে না।
নিষিদ্ধ বস্তুসমূহ (নিয়ে আসা যাবে না)
আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, আতশবাজি, ম্যাচ, লাইটার, সিগারেট, লেজার পয়েন্টার, ফ্লেয়ার, আয়না, ভিডিও ক্যামেরা, পেশাদার স্টিল ক্যামেরা, ক্যান, কাচের বোতল, কর্কযুক্ত বা যেকোনো ধরণের বোতল, ছুরি, বাঁশি, ভুভুজেলা, লাঠিযুক্ত পতাকা, যেকোনো বস্তু যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হতে পারে।
বাইরের খাবার ও পানীয় সম্পূর্ণ নিষিদ্ধ। স্টেডিয়ামের গেটে এসব সামগ্রী জব্দ করা হবে। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে অননুমোদিত ব্র্যান্ডিং সম্পূর্ণ নিষিদ্ধ। স্টেডিয়ামের সব স্ট্যান্ড ধূমপানমুক্ত এলাকা। বাজি ধরা বা কোনো দুর্নীতিমূলক কার্যকলাপ আইনত দণ্ডনীয় অপরাধ।
আইসিসির বৈষম্যবিরোধী নীতি মেনে চলতে হবে। জাতি, ধর্ম, লিঙ্গ ইত্যাদি নিয়ে কোনো বিদ্বেষমূলক আচরণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো সময় বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ মনে করলে দর্শককে প্রবেশে বাধা, কিংবা গ্যালারি থেকে উচ্ছেদ করার অধিকার সংরক্ষণ করে। দুর্নীতিমূলক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজটি এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে দলের ফর্ম, কম্বিনেশন ও প্রস্তুতি যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। দর্শকদেরকে অনুরোধ করা হয়েছে, মাঠে খেলা উপভোগের পাশাপাশি নির্দেশনাগুলো মেনে চলতে। যেন সবাই নিরাপদ ও উপভোগ্য অভিজ্ঞতা পেতে পারে।