সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা সম্পন্ন

আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ১০:১৪ অপরাহ্ণসোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সিনিয়র সহ- সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হাকীম এর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা মোঃ কুতবুল আলম এর সঞ্চালনায় ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে একমতবিনিময় সভা ২৯ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২.০০ টায় মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় আগামী১০ জানুয়ারি ২০২৬ ইং, শনিবার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয় এবং আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ এর ভিতরে প্রাক্তন শিক্ষার্থীদের তালিকাভুক্তি ও প্রকাশিতব্য স্মারকের লেখা আহ্বানের সময় বৃদ্ধি করা হয়।
আলোচনায় অংশ গ্রহন করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুল বাছিত, মাওলানা মোঃ ফখর উদ্দিন, মাসুক আহমদ, ডাঃ আব্দুল হালীম,মাওলানা মো: আব্দুর রহীম,প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে
মাওলানা মোঃ আলাউদ্দিন,মাওলানা নুমান আহমদ, মাওলানা মো: আব্দুল মালিক,জয়নাল আবেদিন, মাওলানা মোঃ এনামুল হক,মাওলানা মোঃ ছমির উদ্দিন,মাওলানা মো: মুহিববুর রহমান,মো: হিফজুর রহমান, মাওলানা মোঃ আব্দুর রউফ,মাওলানা বিলাল আহমদ, মাওলানা আবুসাঈদ মো: আশিক,আলবাব হোসেন,সুলতান আহমদ,হাছন আহমদ,মিজানুর রহমান,সাদিকুল ইসলাম তুহিন প্রমুখ।