ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৫, ৪:৪৮ পূর্বাহ্ণ
ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কনকচাঁপা খেলাঘর আসরের সবিতা কিশোর গ্যালারীতে এই সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় বিজিত রঞ্জন করকে সভাপতি এবং বদরুল আমিন রুবেলকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট এক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, প্রধান শিক্ষক দুলন তরফদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভাস্কর দত্ত, শিক্ষক ও সাংবাদিক তমাল পোদ্দার, সিনিয়র সংগীত শিল্পী অজিত কুমার দাস, সহ-সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃদুল দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব পাল মুন্না, সাংগঠনিক সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহির উদ্দিন দিনান, সহ-সাংগঠনিক সম্পাদক দ্বিপায়ন দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক শিক্ষক বিজয় ভুষণ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাওন আচার্য, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল আহমদ, দপ্তর সম্পাদক ছাতক বাজার রেলওয়ের প্রধান অফিস সহকারী সুরঞ্জন পুরকায়স্থ, অর্থ সম্পাদক আনসার মিয়া, ক্রীড়া ও শরীর চর্চা সম্পাদক কেশব দাস, সাহিত্য সম্পাদক শিক্ষক সঞ্জয় কর, সহ-সাহিত্য সম্পাদক সজল ধর, সাংস্কৃতিক সম্পাদক সুস্মিতা আচার্য, সহ-সাংস্কৃতিক সম্পাদক ঈশিতা দাস, চারু ও কারুকলা সম্পাদক ঐশি দাস, সমাজ কল্যাণ সম্পাদক কলি রায়, সহ-সমাজ কল্যাণ সম্পাদক শামীমা নাসরিন শিপা, বিজ্ঞান ও পরিবেশ সম্পাদক ইমা ঘোষ, পাঠাগার সম্পাদক পিল্টন সরকার। নির্বাহী সদস্যরা হলেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, নন্দন চৌধুরী, জুয়েল রায়, সুষেন দে, সুরঞ্জিত দেবনাথ, স্বর্ণালী দাস, বিথিকা পাল, সুরঞ্জিত পাল, সুমন মিয়া, মেহরীন বাশার মিমি, সেজুঁতি তরফদার হৃদি। একই সভায় ৩০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। সভায় কনকচাঁপা খেলাঘর আসরের শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, অভিভাবক ও প্রশিক্ষক উপস্থিত ছিলেন।