কুলাউড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

কুলাউড়া প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৫, ৩:২১ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপি কার্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) রাত ৮টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব রেদোয়ান খান।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী।
দোয়া মাহফিলে কুলাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।