মৌলভীবাজারে ৭ জনের কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি ::
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪৫ পূর্বাহ্ণমৌলভীবাজারে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩১ আগস্ট) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকসেবনের দায়ে মো. হৃদয় (২০), নিকুঞ্জ শব্দকর (২৮), মো. শফিকুল ইসলাম (২৭), মো. পাবেল (২৯), ইকবাল মিয়া (২৫), রুবেল মিয়া (২৯) ও ইমন মিয়া ওরফে সাইফুলকে (২১) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
` রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, তাদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।,