তাহিরপুরে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

তাহিরপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ অপরাহ্ণ
তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ঘোষিত ওয়ার্ড কমিটি প্রত্যাখ্যান ও বানোয়াট সদস্য ভোটার তালিকা বাতিলের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বানিজ্য কেন্দ্র বাদাঘাট বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শেষে মধ্যবাজারের সমাবেশে মিলিত হন পদবঞ্চিত যোগ্য নেতাকর্মীগণ।
সমাবেশে বক্তব্য রাখেন, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আব্দুল জব্বার, আহ্বায়ক কমিটির সদস্য মো. মহিউদ্দিন, বিএনপি নেতা মো. মালু মিয়া, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান,, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, মো. আব্দুর রউফ, মো. জসীম উদ্দিন, মো. রহিছ মিয়া, শহীদ মিয়া, সিলেট এমসি কলেজ ছাত্রদল শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. আজিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাখাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন রাজ, ছাত্রদল নেতা মিজানুর প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব নজরুল ইসলাম শাহ, চার লাখ টাকার বিনিময়ে আওয়ামী সুবিধাভোগী ও ডেলিল মামলার আসামিসহ ১৪ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডের অধিকাংশে টাকার বিনিময়ে সভাপতি ও সদস্য সচিবের পদ বণ্টন করা হয়েছে। নিয়মনীতি অনুসরণ না করে রাতারাতি কমিটি ঘোষণা করা হয়েছে। বক্তারা আরও বলেন, একই পরিবারের ১৪–১৫ জনকে অন্তর্ভুক্ত করে আওয়ামী মার্কা কমিটি গঠন করা হয়েছে। তারা এসব কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারে।
আহ্বায়ক কমিটির সদস্য সফিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে কাউন্সিল সম্পন্ন করে কমিটি গঠনের কথা থাকলেও কোনো ওয়ার্ডেই কাউন্সিল সভা হয়নি। আহ্বায়ক রফিকুল ও সদস্য সচিব নজরুল ইসলাম শাহ মোটা অংকের টাকার বিনিময়ে বেশির ভাগ ওয়ার্ড কমিটি গঠন করেছেন।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ ও জামায়াতের লোকদের দিয়ে ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী মার্কা এই কমিটি দিয়ে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত যাওয়া সম্ভব নয়।
আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন অভিযোগ করে বলেন, সদস্য সচিব নজরুল ইসলাম শাহ যাতে ইউনিয়ন বিএনপির সভাপতি হতে পারেন, সে লক্ষ্যে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করেছেন।