জৈন্তাপুরে জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিনের গণসংযোগ ও পথসভা
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ
আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নে এক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) বিকেল ৫:০০টায় ইউনিয়নের কেলেচিং বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ পথসভায় স্থানীয় নেতাকর্মী ও জনতা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ।
এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি আগামীর বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার রূপরেখা। জনগণই আমাদের শক্তি, আর জনগণের কল্যাণে বিএনপি সর্বদা মাঠে থাকবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ ভান্ডারী,জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ (মেম্বার), চারিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ জালাল উদ্দিন (মেম্বার), চারিকাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমদ, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল।
এছাড়া সভায় বক্তব্য দেন চারিকাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজমল হোসেন, উপজেলা যুবদল নেতা ইসমাইল আলী নাজিম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল করিম ও সম্পাদক রফিক আহমদ, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আখলাকুর রহমান চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির এবং উপজেলা ওলামা দলের নেতা মাওলানা সেলিম কামরান।
বক্তারা বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধ। তারা স্থানীয় নেতাকর্মীদের দলীয় কর্মসূচি সফল করতে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানান।





