পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:২৫ পূর্বাহ্ণ

“ঘরে ঘরে দাও শিক্ষার আলো” এই প্রতিপাদ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্ব তোয়াকুল ছাত্র পরিষদের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সনদ পুরস্কার বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৪ আগস্ট বেলা ২ টায় পূর্ব তোয়াকুল উচ্চ বিদ্যালয় হল রুমে ছাত্র পরিষদের সভাপতি জুবের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওছার পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দি খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সিনিয়র ইংরেজি শিক্ষক ও সাবেক সম্পাদক বাংলাদেশ স্কাউট সিলেট মেট্রোপলিটন জেলা, মতিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,লাক্কারতুড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলাউর রহমান, শিক্ষানুরাগী ও উপদেষ্টা সেলিম আহমদ, উপদেষ্টা ও জুলাই যোদ্ধা আব্দুল মতিন, মুরব্বি আব্দুস সোবহান,পূর্ব তোয়াকুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুস্তাফিজুর রহমান।
উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য জমির উদ্দিন, মন্তাজ আলী, ফয়জুল হাসান সহ আরো অনেক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন,পরিষদের সাংগঠনিক সম্পাদক রজব আলী,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আফজল হোসেন,উপস্থিত বক্তব্য রাখেন মিজানুর রহমান, তোফায়েল আহমদ, পবিত্র কোরআান তেলায়ত করেন ক্রিড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহমান।
পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদের উদ্যোগে চতুর্থ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার দেওয়া হয় এবং এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।





