টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরায় ৫ জেলের কারাদণ্ড

তাহিরপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ
ভাটির জনপদ খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লোভার হাওর সংলগ্ন ভরত খাল এলাকায় নদীতে বাঁধা সৃষ্টি করে মাছ ধরার দায়ে পাঁচজনকে আটক করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের নির্দেশে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাদাঘাট ইউনিয়নের পাতারগাঁও গ্রামের পাঠান মিয়া (৩৪), আবু বক্কর (২৫), আলীনুর (২৭), নুর আহমদসহ পাঁচজনকে আটক করা হয়।
উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, টাঙ্গুয়ার হাওর দেশের মাদার ফিসারী এবং এটি একটি রামসার সাইট। এখানকার জীববৈচিত্র্য ও জলাশয় রক্ষায় অবৈধ জাল ব্যবহার ও বাঁধা সৃষ্টি করে মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, অবৈধ জাল উৎপাদন ও বিক্রির কেন্দ্রেও অভিযান চালানো হবে। একই সঙ্গে দায়িত্বজ্ঞানহীন পর্যটন, প্লাস্টিক দূষণ ও বড় আকারের হাউসবোট নিয়ন্ত্রণে আনা জরুরি। সংরক্ষিত এলাকায় সব সময় মাছ ধরা নিষিদ্ধ থাকবে এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে।
মৎস্য অধিদপ্তরের জনবল সংকট প্রসঙ্গে তিনি জানান, হাওর অঞ্চলের উপজেলাগুলোতে দ্রুতই জনবল ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করা হবে। আপাতত অন্য এলাকা থেকে স্পিডবোট এনে দেওয়া হবে, পরবর্তীতে নতুন প্রকল্পের আওতায় স্পিডবোট সরবরাহ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ আব্দুর রউফ, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া, যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসীসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।