গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:২১ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী বলেছেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে গভীর ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশের গণতন্ত্র রক্ষায় দলের হাই কমান্ড জাতীয় সংসদ নির্বাচনে যাকে মনোনয়ন দিবে আপনারা তার পক্ষে কাজ করবেন। আপনারা কোন ব্যক্তির হয়ে কাজ করবেন না,দলের হয়ে ধানের শীষের জন্য কাজ করবেন।
তিনি বলেন,বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান,দেশ প্রেমিক ছিলেন বিধায় নিজের জীবনের ও ঘরে থাকা স্ত্রী সন্তানের চিন্তা না করে জীবন বাজি রেখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দল মতের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের কল্যাণের জন্য তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। যেখানে কোন ধর্মের বর্ণের ভেদাভেদ নেই।আমরা সবাই জাতীয়তাবাদী বাংলাদেশি। মিফতা সিদ্দিকী বলেন,৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত দেশের বিভীষিকাময় অবস্থায় তিনি দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না।
দেশের ক্রান্তিলগ্নে দেশের মানুষ তাকে রাষ্ট্র ক্ষমতায় এনেছে। সত্যিকারের একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা হিসাবে তখন তিনি দেশের হাল ধরেছিলেন। তার সুযোগ্য নেতৃত্বে স্বয়ংসম্পূর্ণ একটি দেশে বিশ্বের মানচিত্রে পরিচিতি লাভ করে। তাঁর সুযোগ্য উত্তরসূরী তারুণ্যের অহংকার তারেক রহমান ফ্যাসিবাদ সরকারের ১৬ বছরের শাসন আমলের ধ্বংসপ্রাপ্ত দেশকে গড়তে ২৭ দফা দাবি থেকে ৩১ দফা দাবি উপস্থাপন করেছেন।যেখানে রয়েছে কাঠামো ব্যবস্থার রূপরেখা থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন মানের কথা। তাই আপনারা তারেক রহমানে ৩১ দফা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করবেন।
শনিবার ৬ সেপ্টেম্বর বিকেলে গোয়াইনঘাট উপজেলার ইমরান আহমদ বালিকা বিদ্যালয় হল রুমে গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের আয়োজনে বিএনপি’র ৪৭-তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মিফতা সিদ্দিকি আরও বলেন,বিএনপি কোন নেতার দল নয় কর্মী সমর্থক এর দল। অতীতেও বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগ ও স্বৈরশাসক এরশাদ চেষ্টা করেছে। এমনকি দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার বিএনপি’র উপর নির্যাতন,গুম,খুন মামলা হামলা, রাহাজানি করেও দমিয়ে রাখতে পারেনি। বিএনপি সুসংগঠিত ছিল সুসংগটিত আছে এমনকি ভবিষ্যতেও থাকবে। এতো কিছুর পরও বিএনপির জনপ্রিয়তা কমেনি।দিন বেড়েই চলেছে। বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না,কারণ বিএনপি বাংলাদেশ গণমানুষের দল। এদেশের মানুষ বিএনপিকে হৃদয়ে লালন করে।
উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হকের সভাপতিিত্বে ও সাবেক চেয়ারম্যান, সাংবাদিক রোটারিয়ান এম এ রহিমের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন,বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিলেট মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও যুমনা ওয়েল কোম্পানির পরিচালক কবি ও সাহিত্যিক সালেহ আহমদ খসরু, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি, মুক্তিযোদ্ধা দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী।