নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে ধস্তাধস্তি, ছেলের মৃত্যু

সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৭ পূর্বাহ্ণরাজধানীর ডেমরায় নেশার টাকা না দেওয়ায় বাবার সঙ্গে ধস্তাধস্তির সময় বাবু (২৫) নামে এক মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বামৈল কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারে ঝগড়া করতেন। টাকা না পেলে বাবা-মা ও ভাইবোনদের মারধর করতেন তিনি। সোমবারও বাবার কাছে টাকা চাইলে না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে পড়েন। এসময় রান্নাঘর থেকে বটি নিয়ে বাবার দিকে আঘাত করতে গেলে ধস্তাধস্তির এক পর্যায়ে বাবুই বটির উপর পড়ে গুরুতর আহত হন। তার বুকের বাঁ পাশে মারাত্মক রক্তক্ষরণ হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্টাফ কোয়ার্টার এলাকার আর রাফি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত বাবু ওই এলাকার মো. মনিরের বাড়ির ভাড়াটিয়া আবুল কাশেমের ছেলে। ঘটনার পর পুলিশ বাবাকে আটক করেছে।
ডেমরা থানার ওসি মো. মাহামুদুর রহমান বলেন, বাবু দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীন মাদকাসক্ত ছিলেন। পরিবারের সদস্যরা তার আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছিল। তারা মামলা করতে চাইছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সুরাহা হবে।