সিলেটে ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ

সিলেটের শাহপরান থানা এলাকায় র্যাব-৯’র অভিযানে ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম কাওসার উদ্দিন। তিনি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার হাজরাই এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৯’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে শাহপরান থানার সুরমা গেইট এলাকায় অভিযান চালায়। একটি পিকআপ ভ্যান থামানোর সংকেত দেয়। এসময় পিকআপটি থামানোর পর কাওসার উদ্দিন নামের এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। পিকআপ তল্লাশি করে গাড়ির ডান ও বাম দরজার ভিতরে গোপনে রাখা অবস্থায় ২৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কাওসার উদ্দিন ও জব্দ মাদক উদ্ধার করে পিকআপসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।





