বানিয়াচং থানায় দালালদের ঠাঁই নেই – নবাগত ওসি মিজানুর রহমান

সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ণবানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেছেন, অনেক চ্যালেঞ্জিং পেশা হচ্ছে পুলিশের। জনগণের তুলনায় জনবল অনেক কম। এর পরও পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমি সবেমাত্র যোগ দিয়েছি বানিয়াচং থানায়। এখানে দালালদের ঠাঁই হবে না। সালিশ বিচারও আর থানায় হবে না। যারা ভুক্তভোগী তাদের জন্য বানিয়াচং থানার ওসির দরজা খোলা। মঙ্গলবার বাদ মাগরিব গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় ওসি মিজানুর রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদক, ইয়াবা, মদ, জুয়াসহ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। সেই সাথে গ্রাম্য দাঙ্গা নিরোধ, আইন শৃংখলা রক্ষাসহ ইভটিজিং বন্ধে কঠোর থাকবে পুলিশ। এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) আঃ রহিম, সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম চৌধুরী, বানিয়াচং প্রেসক্লাব উপদেষ্টা মোতাব্বির হোসেন, সভাপতি মোশারফ হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মিলন ও আক্তার হোসেন আল হাদী, সৈয়দ সাজ্জাদ হাসান, আনসার আলী, রাহিম উদ্দিন রিয়াজ, মিজানুর রহমান, মোবাশ্বির আহমদ, ফারুক আহমদসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ।