কানাইঘাট সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র কর্তৃক পরিচালিত একাধিক অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়,১২ই সেপ্টেম্বর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর আওতাধীন গুয়াবাড়ী বিওপি’র একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে ৭০০ গজ অভ্যন্তরে গুয়াবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ৭টি আটক করা হয়। যার আনুমানিক সিজারমূল্য ১৪ লাখ টাকা।
অন্যদিকে, একই তারিখে রাত ১টার দিকে জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত থেকে ৫০০ গজ অভ্যন্তরে ফুলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় বাচুর গরু ৬টি ও মাঝারি আকারের গরু ১টি আটক করা হয়। এসবের সিজারমূল্য ধরা হয়েছে ৫ লাখ ২০ হাজার টাকা।
এছাড়া, গত ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপি’র একটি আভিযানিক টহল দল হাপার মুখ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় পান ১৬০ বিরা আটক করে। এর বাজারমূল্য প্রায় ২৪ হাজার টাকা।
বিজিবি জানায়, উপরোক্ত অভিযানে আটককৃত মালামালের মোট সিজারমূল্য দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।





