জৈন্তাপুরে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ
সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
১৭ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে, হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিট ৪৮ বিজিবির আভিযানিক দল
গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযানে উপজেলার হেমু তিনপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ভারতীয় বিভিন্ন প্রকার ৯ বস্তা কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।
এর আগে একই দিনে বিকেল ৪:৩০ ঘটিকায় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের উিত্তিতে উপজেলার উমনপুর এলাকা হতে ১০টি ভারতীয় কম্বল উদ্ধার করে সেনাবাহিনী।
সেনাক্যাম্প সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মালামাল পরবর্তীতে ক্যাম্পে নিয়ে আসা হয় এবং ৪৮ বিজিবির নিকট ১০ পিস ভারতীয় কম্বল ও কসমেটিকস হস্তান্তর করা হয়েছে। অভিযানে ব্যবহৃত কসমেটিকস সামগ্রীর সিজার মূল্য ৪৮ বিজিবি কর্তৃক পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে জানানো হয়।





