গোয়াইনঘাটে ভারতীয় ইনজেকশনসহ গেইটলক বাস জব্দ আটক ৩
গোয়াইনঘাট প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এ অবৈধভাবে ভারত থেকে আনা বিপুল পরিমাণ ইনজেকশন (ঔষধ) জব্দ করেছে থানা পুলিশ। এসময় একটি গেইটলক বাস ও তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর সাড়ে বারেটার দিকে পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং বাজার বাসস্ট্যান্ড এলাকায় সিলেটগামী একটি গেইটলক বাসে তল্লাশি চালিয়ে ২৮৮ প্যাকেট ইনজেকশন (মোট ১৪৪০ পিস) জব্দ করা হয়।
আটককৃতরা হলেন,জৈন্তাপুর উপজেলার মাহুতহাটি নিজ পাটের আব্দুস সালামের ছেলে সাজেদ আহমদ (৩১)। বাউরবাগ কান্দির সুরুজ মিয়ার ছেলে আব্দুর রহিম (১৯),গোয়াইনঘাট লাখেরপারের রাজ্জাক মিয়ার ছেলে মো. জুয়েল আহমদ।
অভিযান পরিচালনা করেন সাব-ইন্সপেক্টর এসআই মারুফ আল মুকিত, সঙ্গীয় ফোর্স এসআই নেহার রঞ্জন, এএসইআই রেদওয়ান মোল্লা। পরে জব্দকৃত ইনজেকশন, গেইটলক বাস ও আটককৃতদের গোয়াইনঘাট থানায় নিয়ে আসা হয়।
গোয়াইনঘাট থনার ওসি তরিকুল ইসলাম তালুকদার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হওয়া তিনজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।





