সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেল জংশনের কাছে খোয়াই নদীর সেতুর উপর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
আজ রোববার ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি খোয়াই নদীর সেতুর উপর আটকে পড়ে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করে জানান, বিকল ট্রেনটি উদ্ধারে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ব্যবহার করা হবে। এ প্রক্রিয়ায় ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগতে পারে।
পারাবত এক্সপ্রেসের লোকোমাস্টার আবু জাফর সিদ্দিকী জানান, ট্রেনটি সেতু পার হওয়ার সময় চলন্ত অবস্থায় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে দেখা যায় দুটি ফিউজ পুড়ে গেছে এবং ইঞ্জিনের ফ্যান বন্ধ হয়ে গেছে। এতে ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়।
ফিউজ পরিবর্তনের জন্য মেকানিক্যাল টিম প্রয়োজন বলে তিনি জানান। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।