সাংবাদিক আবুল হোসেনের মৃত্যুতে সুজন চৌধুরীর শোক

আই নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ণদৈনিক শ্যামল সিলেট পত্রিকার বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার সময় মাছিমপুর জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেটের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সিলেট আই নিউজের সম্পাদক মন্ডলী সভাপতি সাইদুল ইসলাম চৌধুরী সুজন।
এক শোক বিবৃতিতে সাইদুল ইসলাম চৌধুরী সুজন বলেন,মোহাম্মদ আবুল হোসেন একজন জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন। বহু বছর ধরে তিনি সুনামের সাথে সাংবাদিকতার মতো মহান পেশায় কাজ করে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যু আমাদেরকে শোকে মুহ্যমান করেছে। তাঁর কাজ ও নিবেদন সিলেটের সাংবাদিকতার ইতিহাসের অংশ হয়ে থাকবে।
মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।