দেশের প্রতিটি হাসপাতালে রোগী কল্যাণ তহবিল রয়েছে উপপরিচালক মো. আব্দুর রফিক

সিলেট আই ডেস্ক ::
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৮ পূর্বাহ্ণ
সিলেট জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মো. আব্দুর রফিক বলেছেন, সমাজসেবা অফিসের মাধ্যমে দেশের প্রতিটি হাসপাতালে রোগী কল্যাণ তহবিল রয়েছে। এ তহবিলের মাধ্যমে অসহায় ও গরবী রোগীদের ঔষধ ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। রোগী কল্যাণ তহবিলে সমাজের বৃত্তবানদের সম্পৃক্ত করে এ অর্থ যোগান দেয়া হয়। সমাজসেবা অফিসের মাধ্যমে দক্ষিণ সুরমা উপজেলায় ১ কোটি ২৬ লাখ ৭৬ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। এ ঋণ পরিকল্পিত ভাবে কাজে লাগালে ঋণ গ্রহিতা সাম্বলম্বী হওয়া সম্ভব। তিনি ঋণ গ্রহিতাদের নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধের আহবান জানান।
তিনি ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা কার্র্র্যালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমে গতিশীলতা আনায়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা অফিসার আয়েশা আক্তার বৃষ্টি’র সভাপতিত্বে ও উপজেলা সহকারী সমাজসেবা অফিসার শাহীনুজ্জামান চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, ইউপি সদস্য মাসুক আহমদ, আব্দুল মতিন, ঋণ গ্রহিতা আব্দুল কাইয়ুম প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দক্ষিণ সুরমা উপজেলা সমাজসেবা কার্র্র্যালয় আয়োজিত উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণে উপজেলার সব কয়টি ইউনিয়নের ঋণ গ্রহিতাগণ অংশ গ্রহণ করেন।