জৈন্তাপুরে নবগঠিত হিট ফাউন্ডেশনের নেতৃবৃন্দে সাথে ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু , জৈন্তাপুর:
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৪ অপরাহ্ণসিলেটের জৈন্তাপুর উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) বেলা ১১ টায় নব গঠিত হিট ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে নিজ দপ্তরে মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
এ সময় নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ ইমাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আম্বিয়া হোসেনের নেতৃত্বে ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা মতবিনিময় সভায় অংশগ্রহন করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা ফুলের তোঁড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় নবগঠিত কমিটির সাথে মতবিনিময় কালে মানবাধিকার বাস্তবায়ন ও সাধারণ মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ ও আইনগত যেকোন পরামর্শ, সেবা প্রদাণ বিষয়ে সাধারণ মানুষের দৌড়গড়ায় গিয়ে অধিকার বাস্তবায়নে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান ইউএনও জর্জ মিত্র চাকমা।
এ সময় নবগঠিত কমিটির সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আশ্বাস প্রদান সহ যেকোন কল্যানকর কাজে প্রশাসনকে সহযোগিতা করার অঙ্গিকার ব্যক্ত করেন।
উল্লেখ্য গত তারিখ মোঃ ইমাম উদ্দিনকে সভাপতি ও মোঃ আম্বিয়া হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জৈন্তাপুর উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে উপদেষ্টা পদে রয়েছেন মোট পাঁচজন। তারা হলেন জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, আমেনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপারেন্টেন্ড হেলাল আহমেদ, শিক্ষক মোহাম্মদ তাজুল হাসান ও এনামুল হক।
নবগঠিত কমিটির বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি হুসাইন আহমেদ, সহ সভাপতি সোহেল আহমেদ, সহ সাধারণ সম্পাদক আব্দুর রউফ,সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।
এ ছাড়াও সহ সাংগঠনিক সম্পাদক আসহার উদ্দিন তুহিন,আইন বিষয়ক সম্পাদক এড ইয়ামিন চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক শাহেদ আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল ইসলাম, দপ্তর সম্পাদক মাইদুল আলম,নারী ও শিশু বিষয়ক সম্পাদক মিনু রানী দেবী,আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শোয়েব উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ নোমানুর রশিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সেলিম আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ জালাল উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক দিলওয়ার হোসাইন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পিয়ার উদ্দিন,আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ আম্বিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহমেদ আল কবির। এ ছাড়াও সদস্য পদে আছেন ইসহাক,শাহিন আহমদ, হেলাল আহমেদ, ছমির উদ্দিন মাশহুদ।